বন্যায় বিপদগ্রস্তদের পাশে আমরা
সিলেট ও সুনামগঞ্জ জেলায় পানিবন্দি প্রায় ৩০ লাখ মানুষ। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, হাটবাজার—সবই পানির নিচে। কোথাও গলাপানি, কোথাও তারচেয়েও বেশি। নিরাপদ আশ্রয়, সুপেয় পানি ও খাদ্য সংকটে মানুষ দিশাহারা। নৌকা সংকটে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মানুষ অন্ধকারে। মুঠোফোনের নেটওয়ার্ক থেকেও মানুষ বিচ্ছিন্ন। কেউ কারো সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না। পানিবন্দি অবস্থা থেকে বাঁচতে মানুষ আকুতি জানাচ্ছে। নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে স্বজনরা দুশ্চিন্তায়। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা বিলম্বিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল দুপুর থেকে উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সাথে কাজ করতে চাই আমরাও।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘এক রঙা এক ঘুড়ি’ এর উদ্যোগে আমরা গতকাল থেকে কাজ শুরু করেছি। উল্লেখ্য ২০১৭ সালের বন্যায় আমরা সুনামগঞ্জে দু দফা ত্রাণ সহায়তা প্রদান করেছিলাম। সিলেটে থাকা আমাদের কাছাকাছি বন্ধু স্বজনদের নিয়ে এবারেও বানভাসি মানুষের সাথে থাকতে চাই।
খুব দ্রুতই এক রঙা এক ঘুড়ি দুর্গত অঞ্চলে শুকনা খাবার, পানি, ঔষধ এবং শিশুদের খাবার নিয়ে যাবে। পাশাপাশি বন্যা শেষে দীর্ঘমেয়াদী কাজ করবে। আপনাদের সহায়তা আমাদের শক্তি যোগাবে।
যে কোন প্রয়োজনে ‘এক রঙা এক ঘুড়ি’র স্বেচ্ছাসেবীদের (০১৭১১৩১০৪৭৬) এবং (০১৯৮১২৩৬৯৮৯) এর সাথে যোগাযোগ করতে পারেন।
বিকাশ একাউন্ট নাম্বার:
০১৭১১৩১০৪৭৬ [ঘুড়ির পারসোনাল নাম্বার]
নগদ একাউন্ট নাম্বার:
০১৭১১৩১০৪৭৬ [ঘুড়ি]
ব্যাংক একাউন্ট:
Ek Ronga Ek Ghuri
AC: 0100083596168
Janata Bank Limited
Dhanmondi Corporate Branch
Dhaka, Bangladesh
.
অর্থনৈতিক সহায়তা পাঠানোর পর আমাদেরকে বার্তায় আপনার নাম জানাবেন প্লিজ। নাম প্রকাশে অনিচ্ছুক হলেও আমাদের সেটি জানাতে হবে।
ধন্যবাদ।
উদ্যোগ: এক রঙা এক ঘুড়ি ||
সকলের সহযোগিতা কামনা করছি আমরা, আসুন এই দুর্যোগে মানুষের পাশে থাকি।