শীত অনেকে উপভোগ করেন আবার এই বাংলাদেশে প্রতি বছর শীতেই অনেক মানুষ মৃত্যুবরণ করে। সত্য দুটোই। বৃদ্ধ নারী পুরুষ শিশু সহ অনেক অসহায় মানুষ খুবই কষ্টে এই শীত কাটায়; পাতলা ফিনফিনে এক টুকরো কাপড়ে কাপতে থাকে মানুষটি। আমরা যারা শহরে থাকি তাদের মধ্যে যারা এসব পরিবেশে না গিয়েছি তারা আসলে ধারনাও করতে পারবো না শীত মানুষের জন্য কত দুর্ভোগ নিয়ে আসে।
একটা সময়ে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শীতের সময়টায় কম্বল বিতরণ করতেন। এখন আর সে সব দৃশ্য দেখা যায় না। তার বদলে আমরা দেখি প্রতি বছর সামাজিক স্বেচ্ছাসেবী অসংখ্য সংগঠন তরুণ তরুণী এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ছে। দুঃস্থ অসহায় মানুষদের পাশ গিয়ে দাঁড়াচ্ছে। জেলার পর জেলা তারা তাদের সীমিত সামর্থ্য দিয়ে কাভার করার চেষ্টা করছে। যেখানেই শীতার্ত মানুষ, শৈত্য প্রবাহ সেখানেই কেউ না কেউ বা কোন সংগঠন সেই সব দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে।
অন্যান্য ব্যক্তি/সংগঠনের মতই দীর্ঘদিন থেকে ‘এক রঙা এক ঘুড়ি’ শীতার্তদের পাশে রয়েছে। আমরা আমাদের নিজেদের জমানো ফান্ডের পাশাপাশি বন্ধু শুভাকাঙ্ক্ষীদের কাছ হতেও সহায়তা, শীতের কাপড় সংগ্রহ করি; প্রাপ্ত তহবিলের পুরোটা দিয়েই একাধিক অঞ্চলের শীতার্ত মানুষদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেই। এভাবেই গত ১৪ বছর নিয়মিত আর্ত মানবতার সেবায় অবদান রাখার চেষ্টা করছি।
ঢাকা বা দেশের যে কোন স্থান হতে নতুন কম্বল বা শীতবস্ত্র পাঠাতে চাইলে বার্তায় যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি। মানবিক বাংলাদেশ গড়ায় আমাদের সঙ্গে থাকুন।
ধন্যবাদ।
শীতার্তদের শীতবস্ত্র বিতরণ উদ্যোগ বিস্তারিত:
ঘুড়ির পারসোনাল বিকাশ একাউন্ট নাম্বার: 01711310476
ঘুড়ির পারসোনাল বিকাশ একাউন্ট নাম্বার: 01711310476
ব্যাংক একাউন্ট:
Ek Ronga Ek Ghuri
AC: 0100083596168
Janata Bank Limited
Dhanmondi Corporate Branch
Dhaka 1207, Bangladesh
Ek Ronga Ek Ghuri
AC: 0100083596168
Janata Bank Limited
Dhanmondi Corporate Branch
Dhaka 1207, Bangladesh