Sponsor A Child: Health Camp 2

সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা এক রঙ্গা এক ঘুড়ির প্রজেক্ট ‘স্পন্সর এ চাইল্ড’ এর অধীনে ২য় স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন হল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দৌলতপুর গ্রামের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, জরুরী ঔষধ প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ একটি শিশুর সুস্থভাবে বেড়ে উঠা বিষয়ক কার্যক্রমের আওতায় এটি আমাদের ২য় প্রয়াস।

৭ সদস্যের ঘুড়ি প্রতিনিধিদল দলে ছিলেন প্রজেক্ট ডাইরেক্টর রিদা খান, ডাক্তার এবং স্বেচ্ছাসেবী।
ইতোমধ্যে উত্তর লক্ষ্মীপুর গ্রামের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এবার সেখানে শিশু এবং অভিভাবকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Sponsor A Child
স্পন্সর এ চাইল্ড প্রজেক্ট চলছে ব্রাহ্মণবাড়িয়ার দুটি গ্রামে।
১১০জন শিশুর জীবন মান উন্নয়নে কাজ করছি আমরা। আন্তরিকতা আগ্রহ ইচ্ছে হলে আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে।
ধন্যবাদ।

Sponsor A Child
#sponsorachild